তোমার খোলা চুলের খোপা হবো গুজে রইবো মাথার কোনে কানে কানে কইবো কথা যেন লোকে নাহি শোনে (২) গোপনে গোপনে প্রেম জমে নাকি খুব আমি তোমায় করলে আদর তুমি থেক কিন্তু চুপ।। অন্তরা-১ তোমায় দেখে স্নানের বেলায় ভেজা খোলা চুলে ইচ্ছে হয় ছুয়ে দেখি তোমার কানের দুলে।। গোপনে গোপনে প্রেম জমে নাকি খুব আমি তোমায় করলে আদর তুমি থেক কিন্তু চুপ। আমি তোমায় করলে আদর তুমি থেক কিন্তু চুপ। অন্তরা-২ দূরে সরো চোখের লাজে শাড়ী আড়াল করে দেখোনা এই বুকের আগুন কেমন করে বাড়ে।। গোপনে গোপনে প্রেম জমে নাকি খুব আমি তোমায় করলে আদর তুমি থেক কিন্তু চুপ আমি তোমায় করলে আদর তুমি থেক কিন্তু চুপ।