Amar Moner Koner Baire-文本歌词

Amar Moner Koner Baire-文本歌词

Mahnaz Karim Hussain
发行日期:

আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্‌ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে-- আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্‌ গগনে খোঁজে কোন্‌ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে-- গুন্‌গুনিয়ে গাই রে॥