আমার হৃদয় খোঁজে শুধু তোমায় তোমার কথা ভেবে আমি হারিয়ে যাই। কি যে নেশা তোরি প্রেমে তা জানি না কি যে মায়া ঐ দু'চোখে তা জানি না। মন তোকে দিয়েছি শতবার এই হৃদয় জুড়ে তুই শুধু আমার তোকে বলতে চাই আমি শতবার তুই আমার.... মরনেও আমি তোকে চাই... কি যে নেশা তোর ঐ প্রেমে তা জানি না কি যে মায়া ঐ দু'চোখে তা জানি না। আমি তোকে ছাড়া আঁধার তুই হয়ে যা শুধু আমার তোকে বলতে চাই আমি শেষবার তুই ছাড়া.... তোরি মাঝে আমি হারাই... কি যে নেশা তোরি প্রেমে তা জানি না কি যে মায়া ঐ দু'চোখে তা জানি না। আমার হৃদয় খোঁজে শুধু তোমায় তোমার কথা ভেবে আমি হারিয়ে যাই। কি যে নেশা তোমার প্রেমে তা জানি না কি যে মায়া ঐ দু'চোখে তা জানি না।