Tomake Abar-文本歌词

Tomake Abar-文本歌词

Ananya Majumder
发行日期:

তোমাকে আবার ভালোবাসবো বলে আমি, জন্ম নেবো বার বার তুমি নাই বা আমার হতে পারো, আমি প্রতিটি জনমে তোমার... আগুনের কাজ শুধু জ্বলা নয় ভালোবাসা ছুঁলে সেও আলো হয় সে কেমন ভালোবাসা, যার তাপে পুড়ে পুড়ে, হৃদয় হয়নি কারো ছারখার যে তারা জেগেছে রাতজুড়ে তুমি, তার কথা ভাবো ভোর হলে হারিয়ে যাবে যে তাকে কি করে ফেরাবো. ভালোবাসা কখনো তো একা নয় নেই তার মৃত্যু, নেই ক্ষয় যেভাবে যে চায় তাকে সময়ের সংলাপে মন থেকে মনে চলে পারাপার