Moner Pakhi-文本歌词

Moner Pakhi-文本歌词

Zarra Singh
发行日期:

চিরদিনই থাকবো সাথী বলতে পারি, হলপ করে শুধু তোমাকে শুধুই, তোমাকে আমার মনের একটি পাখি যে, রয়েছে মনের ঘরে তোমার নাম তাতে তোমারি, নামে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে লেখা হয়ে গেছে সেই কবে থেকে যেদিন তুমি কাছে এসে বলেছো আমাকে তোমার প্রেমের স্রোতে ভেসে তোমায় পেলাম শেষে ভালোবেসে দিলে, ভূমি ভালোবাসার দেশে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে ও আমার মনের পাখি কেন তুমি ভালবেসেছ বলো আমাকে ওগো বলো আমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে ও আমার মনের পাখি কেন তুমি ভালবেসেছ বলো আমাকে ওগো বলো আমাকে আমার মনের একটি পাখি যে, রয়েছে মনের ঘরে তোমার নাম তাতে তোমারি, নামে লেখা হয়ে গেছে সেই কবে থেকে যেদিন তুমি কাছে এসে বলেছো আমাকে তোমার প্রেমের স্রোতে ভেসে তোমায় পেলাম শেষে ভালোবেসে দিলে ,ভূমি ভালোবাসার দেশে