Jantrik Nirjonota-文本歌词

Jantrik Nirjonota-文本歌词

Saifullah Al Saif
发行日期:

এই যান্ত্রিক জীবন, কত যে নির্জন, স্বপ্নের মাঝে হারাই, তবু পাই না মন। শহরের রাস্তায়, ব্যস্ততার ছায়ায়, হারিয়ে যাই আমি, তোমার পথ চেয়ায়। সময়ের খাঁচায় বন্দী, ভাঙে না আমার শৃঙ্খল, হৃদয়ের দিগন্তে, কোথায় গেলে পাবো মুক্তি? যান্ত্রিক শীর্ণ আলো, আলোহীন রাত, প্রত্যাশার পূর্ণিমা, ভেঙে যায় শত বার। আকাশের তারা, ঝলসে উঠে যায়, সেই আলোয় দেখি তোমার মুখের ছবি পাই। সময়ের খাঁচায় বন্দী, ভাঙে না আমার শৃঙ্খল, হৃদয়ের দিগন্তে, কোথায় গেলে পাবো মুক্তি? স্বপ্নের সিঁড়ি বেয়ে, উঠে যাই ওপরে, তোমার ছোঁয়া পাই, যান্ত্রিকতার মাঝে। কখনো ভালোবাসা, কখনো বিরহ, এই যান্ত্রিক জীবন, কত যে নির্জন। সময়ের খাঁচায় বন্দী, ভাঙে না আমার শৃঙ্খল, হৃদয়ের দিগন্তে, কোথায় গেলে পাবো মুক্তি?