Hridoy Venge Jay-文本歌词

Hridoy Venge Jay-文本歌词

Riyad Talukder
发行日期:

আমার হৃদয় ভেঙ্গে যায়, আমার স্বপ্ন ভেঙ্গে যায় এ শহরে ভালোবেসে বেঁচে থাকা দায় ভালোবাসা সত্যি কিনা আমি জানিনা ভালোবেসে পাবো কিনা আমি জানিনা -২ মিথ্যে ভালোবাসা দিয়ে আমায় ঠকাস না -২ আমার হৃদয় ভেঙ্গে যায় আমার স্বপ্ন ভেঙ্গে যায় এ শহরে ভালোবেসে বেঁচে থাকাদায়। তোর প্রেমেরি স্বর্গ সুখে ডুবতে দে আমায় ব্যথা দিয়ে করিস না তুই হৃদয়টা আমার -২ ইচ্ছে গুলো সাজিয়েছি হারাবো না আর -২ আমার হৃদয় ভেঙ্গে যায় আমার স্বপ্ন ভেঙ্গে যায় এ শহরে ভালোবেসে বেঁচে থাকাদায়। ভালোবাসা মনের খেলা মায়ায় বেঁধে রয়, মায়া কেটে গেলে আবার অন্য কারো হয় -২ এমন ভালোবাসা তো আর ভালোবাসা নয় -২ আমার হৃদয় ভেঙ্গে যায় আমার স্বপ্ন ভেঙ্গে যায় এ শহরে ভালোবেসে বেঁচে থাকাদায়। এ শহরে ভালোবেসে বেঁচে থাকা দায় -৩