Mon Bholano Rupe Bhora-文本歌词

Mon Bholano Rupe Bhora-文本歌词

Shahabuddin Shihab
发行日期:

মন ভোলানো রূপে ভরা আমার প্রিয় দেশ এ যে আমার হৃদয় কাড়া প্রাণের বাংলাদেশ ॥ বর্ণালি ছবি আঁকা যেদিকে তাকাই পাহাড় সাগর দেখে চোখ যে জুড়াই পাপড়ি মেলেছে দেখ শাপলা শালুক মনে হয় যেন শুধু সুখের পরশ ॥ দখিনা বাতাস বহে সময় হলে পায়রা উড়ে যায় পাখনা মেলে নদীর ধীরে ধীরে বয়ে যাওয়া গানে যেন কোন শিল্পীর দয়ার আবেশ ॥