দেইখা যাইও বন্ধু
তোমায় ভুলে এখন আমি
কতই সুখে আছি
আমি কতই ভাল আছি
আমি অনেক সুখে আছি।
একটা সময় তোমার লাইগ্যা
কতই কেঁদেছি।(২)
সত্যি কথা বন্ধু
তোমায় এখন ভুলেই গিয়েছি
আমি ভুলেই গিয়েছি
সত্যি ভুলেই গিয়েছি।
১) মনে করে দেখো তোমায়
কতই ভাল বাসতাম।
তোমার একটু আদর পাইতে
কতই কাছে যাইতাম। (২)
তোমার দেওয়া দুঃখ কষ্টে
পাথর হইয়া গেছি। বন্ধু (২)
২) তুমি শুধু একটা মানুষ
যারে সবই ভাবিতাম
বুক পেতে তাই সয়ে নিতাম
তোমার অপমান। (২)
তোমার ব্যবহারে বুকে
আঘাত পেয়েছি। বন্ধু (২)