Praner Kokil-文本歌词

Praner Kokil-文本歌词

Kiron Mahmud
发行日期:

ডাল ছাড়িয়া প্রানের কোকিল

কোথায় উইড়া গেলি।

সুখের স্বপন দেখাইয়া

খবর নাহি নিলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

ডাল ছাড়িয়া প্রানের কোকিল

কোথায় উইড়া গেলি।

সুখের স্বপন দেখাইয়া

খবর নাহি নিলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

ঘর ছাড়া করিয়া আমায়

বানাইলি উদাসী।

আমার সকল নিয়া কেন

কান্দাও দিবানিশি।

ঘর ছাড়া করিয়া আমায়

বানাইলি উদাসী।

আমার সকল নিয়া কেন

কান্দাও দিবানিশি।

চোখের জলে ভাসি এখন

মনে দাগা দিলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

মনের দুঃখ দূর করিতো

তোর ঐ মূখের হাসি।

বুঝলি না রে প্রানের বন্ধু

কত ভালোবাসি।

মনের দুঃখ দূর করিতো

তোর ঐ মূখের হাসি।

বুঝলি না রে প্রানের বন্ধু

কত ভালোবাসি।

মিথ্যা প্রেমের আগুনে কেন

আমারে পুড়াইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

ডাল ছাড়িয়া প্রানের কোকিল

কোথায় উইড়া গেলি।

সুখের স্বপন দেখাইয়া

খবর নাহি নিলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।

প্রেমের নামে ছল করিয়া

আমারে কান্দাইলি।