জগতের পিরিত ভালা না
ভালা না গো
পিরিতে শান্তি মিলে না
পিরিতের এমনই রীতি গো
সুখ চাইলে মিলে যন্ত্রণা
পিরিতি করে যারা সুখের আশে
সুখের বদলে দুঃখ সাগরে ভাসে
মনটা তোমার নিবে ঠিকই
দিবে না দিবে না গো
পিরিতি হয় না তো আর যথা তথা
পিরিতির নামে খালি মিঠা কথা
শিমুল হাসান খাঁটি পিরিত
পাইল না পাইল না গো