Ami Gane Gane-文本歌词

Ami Gane Gane-文本歌词

Liza Chatterjee
发行日期:

আমি গানে গানে তোমায় ছুঁয়ে যাবো

যে কথা বলিনি মুখে

সুরে সুরে শোনাবো...

কত কথা থাকে,

যায়না বলা ভাষায়

সুর হয়ে আসে,

সে কথা, ভালোবাসায়

যে কথা বোঝাতে পারিনি কথায়

সুরে সুরে বোঝাবো..

যে কথা রয়েছে মনে

তার কতটুকু বলে ওঠা যায়

কতটুকু কে বা শোনে?

যেখানে হারায় কথাদের প্রয়োজন

সেখানেই থাকে ভালোবাসা হয়ে মন

ফেরেনি যে আজও বহুদূর গিয়ে

সুরে সুরে ফেরাবো....