কেউ বদলে যাবে
সময়েরি স্রোতে
ও......
কেউ মিথ্যে হবে
ছলনারি অভিনয়ে
কোন এক শহরের ভিরে
আজো দাড়িয়ে সেই পথের মাঝে
যেখানে হারিয়েছি সেই বিকের
ভোর হয়না আর আমার মনে
কেন কালো হয়ে আছে এই আকাশ
বৃষ্টি কান্না মুছে আমার
মেঘেরাও বোঝে ক্লান্ত মন আমার
শুধু বুঝলেনা তুমি এই আমায়
ও......
আজো কি রাতের আঁধারে
মনে করো আমায় তুমি
আজো কি শহরে কোলাহলে
খোঁজ আমায় তুমি
আজো কি রাতের আঁধারে
মনে করো আমায় তুমি
আজো কি শহরে কোলাহলে
খোঁজ আমায় তুমি
আজো লিখি কবিতা
তোমায় ঘিরে পুরোটা
কেন এ মন কাদে আজো
তোমায় ছাড়া
কেন ভোরের আলো হয়ে
রাঙিয়ে দাওনি আমার মনে
কেন আমায় ঘিরে আছে
যন্ত্রণা
কোন এক শহরের ভিরে
আজো দাড়িয়ে সেই পথের মাঝে
যেখানে হারিয়েছি সেই বিকের
ভোর হয়না আর আমার মনে
কেন কালো হয়ে আছে এই আকাশ
বৃষ্টি কান্না মুছে আমার
মেঘেরাও বোঝে ক্লান্ত মন আমার
শুধু বুঝলেনা তুমি এই আমায়
ও......