Ferestara Nimeshara-文本歌词

Ferestara Nimeshara-文本歌词

Shahabuddin Shihab&Saimum Shilpigosthi
发行日期:

ফেরেশতারা নিমেষহারা

তোমার প্রেমে পাগলপারা

মাতোয়ারা বৃক্ষ তরু

সাগর নদী ঝর্ণাধারা ॥

দূর আকাশে চন্দ্রতারা

যখন তোমার পায় ইশারা

অমনি প্রেমে হয় যে বেভুল

হয় যে আকুল দিশেহারা ॥

আমার মত অধম যারা

ভুল পথে রয় কেবল তারা

নেয় না মুখে তোমার কালাম

পাপে তাপে হয় যে সারা ॥

তোমার নামে পড়ুক সাড়া

উঠুক জেগে ঘুমের পাড়া

আমার প্রাণে জাগাও সাহস

দাও ছড়িয়ে হিসেব ছাড়া ॥