নিজে সুখী হইয়া দিলা
দুঃখ আমার ভাগে
ও নিজে সুখী হইয়া দিলা
দুঃখ আমার ভাগে_
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে,
বন্ধুরে...
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে ।।
প্রেমের নামে করলা ক্ষতি
কি তোমার আক্কেল
তোমার কাছে বন্ধু এখন
মীরজাফরও ফেল,
বিদায় নিলাম আমি বন্ধু
তোমার জীবন থেকে_
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে,
বন্ধুরে...
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে ।।
একি তোমার প্রেমের নীতি একি প্রেমের ধরন
তুমি নিজে সুখী হইয়া আমায়
দিয়া গেলা মরণ ।
আমায় যদি পরে মনে
রাইখো গো মোনাজাতে.
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে,
বন্ধুরে...
আমারে দেখিবার আয়ও
শেষ জানাজার আগে ।।