Haat Pa Obosh Lage-文本歌词

Haat Pa Obosh Lage-文本歌词

Kaniz Khandaker Mitu
发行日期:

তোমার বাড়ির সামনে গেলেই

হাত পা অবশ লাগে

কী জাদু জানো রে বন্ধু

বুঝি নাই তো আগে।

তুমি যখন ঘুরে বেড়াও

আমার বাড়ির পাশে,

আমার ক্যামন ফাঁকা লাগে

অন্তরাত্মা ভাসে।

এইসব কি সুখের অসুখ

কইলজায় কাঁপন জাগে,

কী জাদু জানো রে বন্ধু

বুঝি নাই তো আগে।

তুমি যখন দূরে থাকো

ক্ষণিক খুশি থাকি,

দিন ফুরালেই বুঝতে পারি

ভাইসা যাওয়া বাকি।

এইসব কি অচেনা সুখ

ভাসি অনুরাগে,

কী জাদু জানো রে বন্ধু

বুঝি নাই তো আগে।