ছেলে -
চোখের দেখায় ভুল ছিল না
ভুল ছিল তোর চাওয়ায়।
মনের চাওয়ায় দোষ ছিল না
দোষ ছিল তোর চলায়।
মেয়ে-
চোখের দেখায় ভুল ছিল না
ভুল ছিল তোর দেখায়।
মনের চাওয়ায় দোষ ছিল না
দোষ ছিল তোর বলায়।
ছেলে -
মন দিয়া তোরে চাইছিলাম
আর কিছুতো নয়,
মেয়ে
মন দিয়া তোরে চাইছিলাম
আর কিছুতো নয়,
ছেলে -
ছলা কলায় মন রাঙাইলি
পোড়া মন কিভাবে সয়।
মেয়ে-
নানা কথায় মন ভুলাইলি
অবুঝ মন কিভাবে সয়।
ছেলে -
মিছে মায়ায় শত ছায়ায়
তোর যত বিচরণ
সেই ভুলে আজ আমার
হইল এ-কি মরণ।
মেয়ে-
মিছে আশায় শত মায়ায়
তোর যত বিচরণ
সেই আশায় আজ আমার
হইল এ-কি মরণ।
ছেলে + মেয়ে
ভুলের বিষে, মিছে আশে
সেদিন দিয়েছি আমি ঝাঁপ,
নষ্ট মনের কষ্টের বহরে
জানিনা কি ছিলো পাপ।