Gale Tor Tole Pore.wav (Explicit)-文本歌词

Gale Tor Tole Pore.wav (Explicit)-文本歌词

SI SHOFIQUE
发行日期:

যে হাসিতে মুক্তো ঝরে

মন হারালাম তার মাঝে,

গালে তোর টোল পড়ে গো

কানে সোনার দুল নড়ে।

রংধনু রং শাড়ী পড়ে

চেয়ে আছিস চশমা চোখে,

তোর প্রেমেতে পড়েই গেছি

দেখিয়া তোর রূপখানি

এলোমেলো চুল গুলো তোর

হালকা হাওয়াতে উড়ে-ঐ

বাবুই পাখি বাসা বুনে

তালের পাতায় যতন করে,

আমার ঘরে আসবি কবে

বলনা গো বধু সেজে।

সাদা কালো জিবন মোরা

রঙিন করিব গড়ে-ঐ