দিবে কি তুমি ফুল দু হাত ভরে ?
মরন নিবে যে দিন আমায় কবরে।
এ কুলে তোমায় আমার হলো না পাওয়া
চাইবো আবার সেই কুল ।
কেমন আছো তুমি চায় মন জানতে ?
এখনো কি ভালোবাসো যদি বলতে ?
তোমায় হৃদয় দিয়ে করেছি কি ভূল ?
আজ তুমি কত দূরে ভেসে আছ কোন সুখে ?
তবে কেন বলেছিলে জড়িয়ে রাখিবে বুকে ?
আমার না হলে তুমি গলে দিবে ঝুল ।