জন্ম থেকেই- জ্বলছি দয়াল
জ্বালাবে আর কতকাল রে
জ্বালাবে আর কতকাল---
ধনী জনরে ধন দাও আরও
ভাঙা ঘরের উড়াও চাল!!
সুখের নাগাল পাইনি আজও
দুঃখেই জীবন গড়া---
দু’চোখ জুড়ে শ্রাবণের জল
বুকে দারুণ খরা!
সুখের পাখি দেয় না ধরা
এমনি কপাল রে দয়াল
এমনি কপাল!!
ধনী জনরে ধন দাও আরো
ভাঙা ঘরের উড়াও চাল!!
এই জগতে আমি যেনো
সুতা কাটা ঘুড়ি!
যখন ইচ্ছা যেমনি উড়াও
তেমনি আমি উড়ি!
তুমি থাকতে কেন দয়াল-
ফারুকের এই হাল রে দয়াল
ফারুকের এই হাল?
ধনী জনরে ধন দাও আরও
ভাঙা ঘরের উড়াও চাল!!