Happy New year-文本歌词

Happy New year-文本歌词

Elias Hussain
发行日期:

নতুন ভোরের আলোতে, নতুন স্বপ্ন আঁকি,

আনন্দের এই দিন, প্রাণের সুর বাঁধি।

পুরোনো সব ভুলে, চল নতুন পথে,

মনের মাঝে বাজুক সুখের গানের নোটে।

হ্যাপি নিউ ইয়ার, জীবন হোক রঙিন,

নতুন আশা নিয়ে, চলি নতুন সঙ্গিন।

হ্যাপি নিউ ইয়ার, হৃদয় ভরে গান,

মিলন হোক সবার, রবে ভালোবাসার বান।

আকাশ জুড়ে আলো, তারারা হেসে যায়,

নতুন বছর জানায়, সুখের বার্তা পাঠায়।

বন্ধুর হাত ধরো, আসুক সবার ছোঁয়া,

নতুন এই বছর, হবে শান্তির ধ্বজা।

হ্যাপি নিউ ইয়ার, জীবন হোক রঙিন,

নতুন আশা নিয়ে, চলি নতুন সঙ্গিন।

হ্যাপি নিউ ইয়ার, হৃদয় ভরে গান,

মিলন হোক সবার, রবে ভালোবাসার বান।

যা কিছু পেলাম, যা কিছু হারালাম,

সবকিছু ছাপিয়ে, নতুন পথ গড়লাম।

স্বপ্নের এই পথে, চলি সবাই মিলে,

নতুন এই বছর, হোক ভালোবাসায় ভরা!

হ্যাপি নিউ ইয়ার, জীবন হোক রঙিন,

নতুন আশা নিয়ে, চলি নতুন সঙ্গিন।

হ্যাপি নিউ ইয়ার, হৃদয় ভরে গান,

মিলন হোক সবার, রবে ভালোবাসার বান।