Tumi Seemaheen-文本歌词

Tumi Seemaheen-文本歌词

Ujanee Bandyopadhyay
发行日期:

চরাচর জুড়ে ছড়িয়ে রয়েছো

অখন্ড তুমি সীমাহীন।

আমার মধ্যে তোমারই চেতনা

সুর হয়ে ঝরে নিশিদিন।

তুমি আমাকে রচনা করেছো,

তোমারও আমিই স্রষ্টা।

তোমার আমার যোগে জেগে

আদি অনাদি সত্যদ্রষ্টা।

আগেও ছিলাম পরেও থাকবো

রূপে অরূপে চির নবীন।

দেখেছি যা সবেতেই শুধু তুমি

দেখিনি যা তা কি তুমি নয়?

নিজেকে ভেঙেই গড়ছো নিয়ত

অগণিত আমি ভূমিময়।

সব থাকতেও না থাকার শোকে

তোমাকেই যাই খুঁজতে।

তোমায় দেখতে চোখ বুজি,

দেখি নিজেকেই! পারি বুঝতে

আমার গভীরে তুমি মিশে, আর

তোমার‌ই মাঝে আমি বিলীন।