বন্ধু যাদু জানে যাদু জানে
যাদু জানে সই
আমার মনটা চুরি কইরা
পালায় গেল কই ......।।
তোমায় আমি যতন কইরা
রাখবো মনের পিঞ্জরে
তুমি বন্ধু সদায় থাইকো
আমার মনের অন্তরে.......।।
বন্ধু মায়া জানে মায়া জানে
মায়া জানে সই
আমার মনটা চুরি কইরা
পালায় গেল কই
তোমায় আমি পাগল হইয়া
খুজি বন তেপান্তর
ভালোবাইসা তোমায় আমি
হইছিরে দেশান্তর.......।।
বন্ধু যাদু জানে যাদু জানে
যাদু জানে সই
আমার মনটা চুরি কইরা
পালায় গেল কই ......।।