আগুন, আগুন জ্বলছে আগুন আমার বুকে রোজ,
এই শহরের পাষাণ মানুষ নাওনি তুমি খোঁজ,
ভালবাসায় মন ডুবিয়ে ভেঙে দিলা জোড়া,
আমার মত হয় কি কেউ এমন কপালপোড়া!!
সব হারিয়ে নিঃস্ব হলাম
বুকটা মরু চর,
স্বার্থের কাছে বিক্রি হলে
আমি হলাম পর,
ভালবাসার নাম ভাঙিয়ে গড়ে
দিলে বিভেদের দেয়াল,
বাঁচার শেষ ইচ্ছে কেড়ে
হয়ে গেলে আড়াল,