Matir Deho-文本歌词

Matir Deho-文本歌词

Raju Mondol
发行日期:

যতন কইরা রাখলে যারে বুকেরই ভিতর

হঠাৎ কইরা যাইবো চইলা হইবো গো নিথর।।

নামী- দামী গাড়ি বাড়ি শূন্যে পরে রইবে

চারিদিকে হাহাকারে দুঃখ কতোই  বইবে।

আশার বাসা ভাইঙ্গা যাইবে কাঁদিবে অন্তর।।

যেতে হবে সব ফেলিয়া প্রস্তুত আছোনি

যাওয়ার সময় যখন তখন  সঙ্গে নিবে কী।

মাটির দেহ পোকায় খাইবে খাটবে না মন্তর।