Eso Deshtake Valobashi-文本歌词

Eso Deshtake Valobashi-文本歌词

AF Saikot&Faiza Joya
发行日期:

এসো দ্বিধাদ্বন্দ ভুলে আমরা সবাই মিলে

এই দেশটাকে ভালোবাসি

এইদেশকে ভালোবেসে

দেশের বিপদে

থাকি সবাই পাশাপাশি

এসো দেশটাকে ভালোবাসি।।

ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ

ভুলে গিয়ে লোভলালসা

দেশের প্রতি বাড়িয়ে দিই সবার ভালোবাসা

এ ভালোবাসা দিয়ে ফোটাবো মোরা

সবার মুখে হাসি

আসে যদি কোন বাধা

রুখবো মোরা একই সাথে

জীবন বাজি ধরবো মোরা

হাত রেখে হাতে

এ ভালোবাসা দেখে এরশা

করবে বিশ্ববাসী।