BEHULA-文本歌词

BEHULA-文本歌词

Elias Hussain
发行日期:

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

পরে যদি বিয়া করি অন্য জনারে ,

ও বেহুলা , বেহুলা , পাইবুনারে তুই আমারে।

ও বেহুলা , বেহুলা , কাইন্দা কুনো লাভ পাবু নারে ।

আরে উকুন মারিস,

টিভি দেখার লুভে ভাবির ঘরে ,

কেহের মান আর সিনদাবাদের সিনে ,

আমি তুকে দেকিরে ।

আরে উকুন মারিস,

টিভি দেখার লুভে ভাবির ঘরে ,

কেহের মান আর সিনদাবাদের সিনে ,

আমি তুকে দেকিরে ।

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

পরে যদি বিয়া করি অন্য জনারে ,

ও বেহুলা , বেহুলা , পাইবুনারে তুই আমারে।

ও বেহুলা , বেহুলা , কাইন্দা কুনো লাভ পাবু নারে ।

[Rap

Oh Behula, Behula, where does your madness end?

You dance in dreams of me, while my life's left to fend.

You say, \"I can't live without you, not a single day,\"

Yet you lead me astray with hopes that fade away.

I’ll walk away someday, leave it all behind,

But your tears will fall like rain, in the shadow of my mind.

Oh Behula, Behula, listen to what I say,

Without you, this world still shines in its vibrant play.

ও বেহুলা , বেহুলা , পাইবুনারে তুই আমারে।

ও বেহুলা , বেহুলা , কাইন্দা কুনো লাভ পাবু নারে ।

ও বেহুলা, বেহুলা, জ্বালাইস না আর আমায়,

তুর মতো বউ চাইনা জীবন ভরায়!

তোর প্রেমে খইলাম, আমি মান সন্মান ,

তবু তুই বলিস \"শুধুই তুই\", শুনি ফাঁকা অভিমান।

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

আমায় বিয়া করবুনা ,

আমার কথা শুনবুনা ,

পরে যদি বিয়া করি অন্য জনারে ,

ও বেহুলা , বেহুলা , পাইবুনারে তুই আমারে।

ও বেহুলা , বেহুলা , পাইবুনারে তুই আমারে।

ও বেহুলা , বেহুলা , কাইন্দা কুনো লাভ পাবু নারে ।