Baba-文本歌词

Baba-文本歌词

Mahfuzur Rahman
发行日期:

বাবা মানে মাথার উপর বটবৃক্ষের ছায়া

বাবা মানে এই জীবনে সকল কিছু পাওয়া

বাবা মানে পথ দেখানো জীবনে পথ চলার ||

বাবা মানে সুখে দুঃখে সঙ্গী কথা বলার ||

বাবা আমায় শেখায় শুধু সদা সত্য বুলি

আমি যেনো এই জীবনে সঠিক পথে চলি ||

ন্যায় অন্যায় বুঝে শুনে আদেশ করে বলার

বাবা মানে সুখে দুঃখে সঙ্গী কথা বলার ||

সারাটাক্ষন ভাবেন আমার দিন আগামী নিয়ে

আমাকে সে করবে সুখি সকল কিছু দিয়ে ||

বাবা যেনো আমার জন্য রবের উপহার

বাবা মানে সুখে দুঃখে সঙ্গী কথা বলার || ঐ