Borishaler Pola-文本歌词

Borishaler Pola-文本歌词

Rana Bappy&Miss Liton
发行日期:

আমি বরিশ্যাইলা পোলা।

আমার আশি টাকা তোলা।

মেয়ে,, এতো ভাব দ্যাহান ক্যান।

আমি খান সাহেবের মাইয়া।

কত পোলায় পাগল হইছে,

আমারে না পাইয়া।

১)

ছেলে,

বামন হইয়া চান্দেঁর পানে

হাত বাড়াইতে চাও।

বরিশ্যাইলা পোলা পাইতে

সাধন করতে হয়।

মেয়ে,

আরে জানি জানি

শুন্য কলসি বাজে বেশি।

বরিশ্যাইলা গো ভঙ্গী বেশি।

কপাল ভালা আমার মত

পাইছেন একটা মাইয়া।

২)

ছেলে,

তুমি থাকো যদি রাজি

আমি তোমায় করবো বিয়া

নিয়ে আসবো কাজি।

মেয়ে,

তুমি করলে আমায় বিয়া

বাবার কাছে ঘটক তুমি

দিও গো পাঠাইয়া।।