Mon Pakhita Ure Jay-文本歌词

Mon Pakhita Ure Jay-文本歌词

Saimum Shilpigosthi
发行日期:

পাখি উড়ে যায়

দূর সীমানায়

দেহ একা পড়ে থাকে

ঘাটের কিনারায়।

জানি একদিন যেতে হবে

এ দুনিয়ায় কদিন রবে

তবু মানুষ বাড়ি, গাড়ির

স্বপ্নে বিভোর, হায়।

এক মিনিট নাই বাঁচার আশা

এ মন তবু স্বপ্নে ভাসা

ভাবে না সে মরে গেলে

কি হবে উপায়।

এ দুনিয়া ছলনা ঘর

কেবা আপন কেবা পর

কিসের এত রঙ্গ করো

খোদার দুনিয়ায়।

ভোলা মন, মন রে

তার পথে তুই ফিরে আয়

মানুষ মরে যার ইশারায়

তুই ফিরে আয় দখিন হাওয়ায়

দ্বীনের পথে আয়।

ভেসে ভেস আয়

হেসে হেসে আয়

মন পাখিটার নজর পাঠা

আরশ মহল্লায়।