Protirup-文本歌词

Protirup-文本歌词

发行日期:

একটা, ছিলো কথা বলার

বলতে বলতে, হলো না যে শেষ।

একটা, দিন কাটছে আমার

একটা, দিন কাটছে সবার

একটা করেই কাটুক দিন

এই চলছি বেশ।

শহরে থাকা মেঘগুলো

সব যাচ্ছে উড়ে

অলিতে গলিতে থাকা কোলাহল

সব যাচ্ছে থেমে

হাঁটছি আমি পায়ে পায়ে

ধরছি ছদ্মবেশ

হাঁটছি আমি পায়ে পায়ে

ধরছি ছদ্মবেশ