মা গো ,
তোমার মতো লয় না কেহ,
আমায় বুকে টানি,
আঁচল দিয়া মুছে না কেউ,
আমার চোঁখের পানি।
হায় রে মা জননী ,আমার
হায় রে মা জননী।।
চইলা গেলা কোন অজানায়,
আমায় নিলা না।
পথে পইড়া কান্দি আমি,
নাই যে ঠিকানা।।
জীবন আমার যাইবো কেমনে,
একটু ও ভাবনি...(ঐ)
অনাদরে কাটে মা গো,
আমার এ জীবন।
ভাগ্য দোষে রইল বাবা,
দূরে তে এখন।।
তুমিও নাই বাবাও নাই,
দুঃখী আমি এমনই...(ঐ)