Ami Shukher Asha Chaira Dichi-文本歌词

Ami Shukher Asha Chaira Dichi-文本歌词

Abdullah Al Mamun
发行日期:

আমি সুখের আশা ছাইড়া দিছি,

দেখাইওনা দুঃখের ভয়... (২)

সুখের আশা ছাইড়া দিছি,

দেখাইওনা দুঃখের ভয়... (২)

অভাগীরে করো তোমার

মনে যাহা লয়...

হায়রে অভাগীরে করো তোমার

মনে যাহা লয়... (২)

কপালে সুখ না থাকিলে,

কেউ কি দিতে পারে...

আমায় বিধাতা বানাইছে দুঃখী,

দোষ দিবো আর কারে... (২)

তুমি ব্যথার চাবুক যতই মারো,

কাঁদবেনা রে এ হৃদয়... (২)

অভাগীরে করো তোমার

মনে যাহা লয়...

হায়রে অভাগীরে করো তোমার

মনে যাহা লয়...

জন্ম থেকে জলছি আমি,

দুঃখের‌ই আগুনে...

কেমন করে মন রাঙাবো,

সুখেরই ফাগুনে... (২)

তুমি মিছামিছি ক‌ইরোনা আর,

ভালোবাসায় অভিনয়... (২)

অভাগীরে করো তোমার

মনে যাহা লয়...

হায়রে অভাগীরে করো তোমার

মনে যাহা লয়...