Praner Manush-文本歌词

Praner Manush-文本歌词

Ayub Khan&Aysha Begum
发行日期:

Male

ও আমার প্রাণের মানুষ প্রানেতে আছো,

এই মনো প্রাণে তুমি মিশে গেছো।

Female

ওগো আমার প্রাণের মানুষ প্রানেতে আছো ,

এই মনে প্রাণে তুমি মিশে গেছো ।

তোমার ভালোবাসার মায়ায় আমি গেছি হারিয়ে,

Male

জনম জনম বুকেতে রেখো

Female

ওগো আমার প্রাণের মানুষ প্রানেতে আছো,

এই মনে প্রাণে তুমি মিশে গেছো,

Music

অন্তরা=

Male

চোখের আড়াল হলে প্রিয়া কাটেনাগো সময়

অপেক্ষায় মন থাকে কখন পাবো তোমায়,

হো .. চোখের আড়াল হলে প্রিয়া কাটেনা সময় ,

অপেক্ষায় মন থাকে কখন পাবো তোমায়,

Female

ধন্য হব তোমায় পেলে পূর্ণ হবে আশা,

তুমি আমার জীবন সাথী তুমি ভালোবাসা,

Male

তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধারের আলো

Female

ওগো আমার প্রাণের মানুষ প্রানেতে আছো ,

এই মনে প্রাণে তুমি মিশে গেছো,

Music

অন্তরা

Male

ছায়ার মত থাকবো প্রিয়া আমি তোমার পাশে

যেও নাগো ভুলে প্রিয়া মরণ যদি আসে

হো... ছায়ার মতো থাকবো প্রিয়া আমি তোমার পাশে,

যেও না গো ভুলে প্রিয়া মরণ যদি আসে,

Female

তোমায় কত ভালবাসি বিধাতাই জানে

তোমার মত নেই কেউ আপন আমার এ জীবনে,

Male

তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধারের আলো

Female

ওগো আমার প্রাণের মানুষ প্রাণীতে আছো

male

এই মনো প্রাণে তুমি মিশে গেছো,

Female

তোমার ভালবাসার মায়ায় আমি গেছি হারিয়ে

male

জনম জনম বুকেতে রেখো,

Female

ওগো আমার প্রাণের মানুষ প্রানেতে আছো,

এই মনে প্রাণে তুমি মিশে গেছো,

সমাপ্ত