Hridoy Nodir Kul-文本歌词

Hridoy Nodir Kul-文本歌词

Afifa Hasan Rafa
发行日期:

এসো এসো আবাদ করি

হৃদয় নদীর কূল,

ভালোবাসার ফুল ফোটাবো

ভালোবাসার ফুল।।

দুঃখ-তাপে জীবন যাদের ভরা,

বুকটা জুড়ে কেবল ব্যথার জরা।

পবিত্রতার ঘ্রাণে ঘ্রাণে

নতুন আশার গানে গানে

মুছে দিতে হবে তাদের

মন চাদরের ধুল।।

তোমার আমার প্রিয়তম নবী—

ভালোবাসার ফুল ফুটিয়ে

জয় করেছেন সবি!

হিংসা-বিভেদ ভুলে গিয়ে যদি,

প্রেমের বাগান সাজাই নিরবধী।

কাছে কিবা অনেক দূরে

আল কুরআনের মধুর সুরে

খুব সহজেই ভাঙবে জানি

সবার সকল ভুল।।