কিছু আনকোরা দ্বন্দ্ব
ভুলে যাওয়া সরল অঙ্ক
শূন্য ঠিকানায় বদ্ধ দরজার চৌকাঠেতে
আটকে থাকা রোদ আর জলছাপ ধরা কান্নাতে
অযাচিত শব্দের গন্তব্যহীনতায়
সিঁদুরে
আকাশে
তুমি ঝড় দেখোনা
হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে
যদি এসে দাঁড়াও ব্যালকনিতে
দুশ্চিন্তা করোনা আমাকে নিয়ে
আমি ছন্নছাড়া হবো না কিছুতেই
বিদ্রোহে ক্লান্ত কাঁধে,
পৃথিবীর ভর সামলে,
হারাবার তীব্র জেদে,
সাবধানে
বিনিদ্র প্রহরের অর্থ খুঁজে ফেরাতে
প্রশ্নের মুখে স্রষ্টা অলেখা ছন্দতে
নির্বাচিত স্বপ্নের অর্থহীনতায়
নির্বাক
চেহারায়
তুমি ক্ষোভ দেখোনা
হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে
যদি এসে দাঁড়াও ব্যালকনিতে
দুশ্চিন্তা করোনা আমাকে নিয়ে
আমি ছন্নছাড়া হবো না কিছুতেই
আমি বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে
শুধু বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে
আমি বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে
শুধু বৃষ্টি দেখেছিলাম পাশে দাঁড়িয়ে..